ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


381) Neem is a - / নিমগাছ হচ্ছে —
A) Tropical Wet Evergreen Tree/ ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ
B) Tropical Moist Deciduous Tree/ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ
C) Tropical Dry Deciduous Tree/ ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ
D) Tropical Dry Evergreen Tree/ ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ

382) The presence of pnematophore (breathing root) is found in : / নিমাটোফোর (শ্বাসমূল) -এর উপস্থিতি দেখা যায়—
A) Mangrove plants/ ম্যানগ্রোভ উদ্ভিদে
B) Epiphytic plants/ এপিফাইটিক উদ্ভিদে
C) Hydrophytic plants/ হাইড্রোফাইটিক উদ্ভিদে
D) Insectivores plants/ পতঙ্গভোজী উদ্ভিদে

383) Lateritic soil of India are - / ভারতের 'ল্যাটারাইটিক' মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন—
A) Rich in iron/ লৌহ কণায় সমৃদ্ধ
B) Rich in humus/ 'হিউমাস' এ সমৃদ্ধ
C) Rich in basaltic lava/ 'ব্যাসল্ট লাভা' সমৃদ্ধ
D) Rich in Uranium/ ইউরেনিয়াম সমৃদ্ধ

384) The Black soil of Maharastra are called - / মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে—
A) Regolith/ রেগোলিথ
B) Khadar/ খাদর
C) Regur/ রেগুর
D) Bhabar/ ভাবর

385) El Nino in the Pacific- / প্রশান্ত মহাসাগরের 'এল নিনো' ভারতের—
A) Increases monsoon rainfall over India/ মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে
B) Decreases monsoon rainfall over India/ মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে
C) Increases cyclones over Bay of Bengal/ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বৃদ্ধি করে
D) Decreases cyclones over Bay of Bengal/ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হ্রাস করে

386) When was Ganga Water Treaty was signed between India and Bangladesh ? / ভারত ও বাংলাদেশের মধ্যে 'গঙ্গাজল চুক্তি' সম্পাদিত হয়েছিল কোন সালে ?
A) 1994
B) 1995
C) 1996
D) 1997

387) According to 2001 Census lowest literacy rate in india is found in- / 2001 -এর সেন্সাস অনুযায়ী ভারতে সর্বনিম্ন শিক্ষার হার পাওয়া যায় নিম্নলিখিত রাজ্যে—
A) Rajasthan/ রাজস্থান
B) Jharkhand/ ঝাড়খন্ড
C) Bihar/ বিহার
D) Madhya Pradesh/ মধ্যপ্রদেশ

388) Cyclones of Bay of Bengal are studied with the help of / বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়—
A) Topographical Maps/ টোপোগ্রাফিকাল মানচিত্র
B) Satellite Imageries/ স্যাটেলাইট ইমেজারী
C) GIS/ জি. আই. এস.
D) Oxford Atlas/ অক্সফোর্ড অ্যাটলাস

389) Farakka Barrage has been constructed / ফরাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—
A) To increase the flow of water in Hooghly river/ হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
B) To generate hydroelectric power/ জলবিদ্যুৎ উত্পাদনের জন্য
C) To irrigate agricultural fields/ চাষের জমিতে জল সরবরাহের জন্য
D) None of the above/ উপরের কোনটিই নয়

390) Which of the following has the oldest rock in India ? / ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
A) Himalayas/ হিমালয় পর্বত
B) Indo-Gangetic Plain/ সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
C) The Aravallis/ আরাবল্লী পর্বত
D) Siwaliks/ শিবালিক পর্বত

391) Highest population growth rate in West Bengal, according to 2001 census is found in / পাশ্চিমবঙ্গে 2001 সেনসাস অনুযায়ী , সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায়
A) Malda/ মালদায়
B) Uttar Dinajpur/ উত্তর দিনাজপুরে
C) Dakshin Dinajpur/ দক্ষিণ দিনাজপুরে
D) South 24-Parganas/ দক্ষিণ 24 -পরগনায়

392) Tsunamis are generated by / সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে
A) Undersea plate movements/ সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে
B) Undersea vulcanism/ সমুদ্রতলের অগ্নুৎপাত
C) Tidal change/ জোয়ারের পরিবর্তন
D) None of the above/ উপরের কোনটিই নয়

393) The Himalayas are / হিমালয় হচ্ছে
A) Fold Mountains/ ভঙ্গিল পর্বত
B) Block Mountains/ স্তুপ পর্বত
C) Residual Hills/ অবশিষ্ট পর্বত
D) Table land/ টেবিল ল্যান্ড

394) In India variety of corals are found around / ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়
A) Lakshadweep/ লাক্ষাদ্বীপে
B) Daman & Diu/ দমন ও দিউ-এ
C) Sundarbans/ সুন্দরবনে
D) Narmada estuary/ নর্মদা নদীর মোহনায়

395) Kapildhara Falls is located on / কপিলধারা ফলসের অবস্থান
A) River Sone/ সোন নদীর উপর
B) River Chambal/ চম্বল নদীর উপর
C) River Narmada/ নর্মদা নদীর উপর
D) River Krishna/ কৃষ্ণা নদীর উপর

396) 'Andhis'are storms of / 'আঁধি' নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে ।
A) Punjab/ পাঞ্জাব
B) West Bengal/ পশ্চিমবঙ্গ
C) Assam/ আসাম
D) Uttar Pradesh/ উত্তরপ্রদেশ

397) Which one among the following Indian states has the highest density of population ? / নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?
A) West Bengal/ পশ্চিমবঙ্গ
B) Maharastra/ মহারাষ্ট্র
C) Uttar Pradesh/ উত্তরপ্রদেশ
D) Bihar/ বিহার

398) The Bhakra Nangal Multipurpose Project consists of the Bhakra Dam across / ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :
A) River Jhelum/ ঝিলাম
B) River Sutlej/ শতদ্রু
C) River Beas/ বিপাশা
D) River Indus/ সিন্ধু